র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার আজ সাংবাদিকদের বলেছেন, উলফার সব ধরনের হুমকি মোকাবেলায় র্যাব প্রস্তুত। ওদিকে বিএসএফ জানিয়ে দিয়েছে, তারাও উলফার যে কোনো হুমকি নস্যাৎ করে দিতে পুরোপুরি তৈরি। উলফার নাশকতা রুখতে বাংলাদেশ সরকার প্রস্তত। আসাম সরকারও প্রস্তুত। এই শুভক্ষণে আমাদের আর আনন্দের সীমা নাই। শেখ হাসিনা-পি চিদাম্বরম ভাই-ভাই, উলফার আর রক্ষা নাই। আন্তঃরাজ্য সম্প্রীতি সুদৃঢ় হোক। নিখিল ভারত ঐক্য জোরদার হোক। গুয়াহাটি-ঢাকা-কলকাতা-চেন্নাই ঐক্য বলীয়ান হোক। আন্তঃরাজ্য সম্পর্কোন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে শেখ হাসিনার পরিবারবর্গকে যথাক্রমে ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মশ্রী, পদ্মবিভূষণ প্রভৃতি পদকে ভূষিত করা হোক। নোট
ভারতীয় আধিপত্যবাদবিরোধী কেউ মনে কিছু নেবেন না। এ ছাড়া আর উপায় কী?
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): sheikh hasina, manmohan singh, monmohan singh, india, bangladesh, ulfa, asam ;
প্রথম প্রকাশ
0 Comments
Add Yours