বছর প্রায় শেষের পথে। চলুন পিছন ফিরে দেখি একবার। কে না জানেন, সামহোয়্যারে প্রতিদিনই কয়েক হাজার মন্তব্য চালাচালি হয়ে থাকে। এর মধ্যে অনেক মন্তব্য আছে, যা মনে গভীরভাবে দাগ কেটে যায়। ছাপ ফেলে যায় দীর্ঘস্থায়ী। কিছু কিছু হৃদয়গ্রাহী মন্তব্য আছে, যা এখনো পড়ে উঠতে পারি না ঠিকমতো। পড়লেই চোখ ছল ছল করে ওঠে। চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে যায়। বিশেষ করে নতুন ব্লগারদের কথা মাথায় রেখে হৃদয়ছোঁয়া মন্তব্যের ভাণ্ডার থেকে মাত্র ১০টি মন্তব্য নিয়ে এই সংকলনটি করার সাহস পেয়েছি। নতুন ব্লগাররা এ থেকে একদিকে পুরনো ব্লগারদের "হায় হোসেন, হায় হোসেন" মাতম শোনার সুযোগ পাবেন, অন্যদিকে জিহ্বার আগা থেকে পড়তে পড়তে ব্লগটা কিভাবে অলৌকিক কায়দায় এখনো বেঁচে আছে- সেই কাহিনীও কিছুটা জানতে পারবেন।
এই ক্ষুদ্র লিখাটি একসময়কার কিংবদন্তীসম ব্লগার ণূড়া ভাইকে (পরের নিক : বৃত্ত) উৎসর্গিত।

মন্তব্য : ১

মন্তব্যের আদি উৎস

মন্তব্য : ২

মন্তব্যের আদি উৎস

মন্তব্য : ৩

মন্তব্যের আদি উৎস

মন্তব্য : ৪

মন্তব্যের আদি উৎস

মন্তব্য : ৫

মন্তব্যের আদি উৎস

মন্তব্য : ৬

মন্তব্যের আদি উৎস

মন্তব্য : ৭

মন্তব্যের আদি উৎস

মন্তব্য : ৮

মন্তব্যের আদি উৎস

মন্তব্য : ৯

মন্তব্যের আদি উৎস

মন্তব্য : ১০

মন্তব্যের আদি উৎস

0 Comments

Add Yours