সামহোয়্যারে প্রথম পর্যায়ে বেসরকারি বিজ্ঞাপন নাও আসতে পারে। সেক্ষেত্রে সরকারি বিজ্ঞাপনের ওপর জোর দিতে হবে আয় বাড়ানোর জন্য। বেসরকারি স্বাস্থ্যবিষয়ক বিজ্ঞাপনও প্রকাশ করা যেতে পারে। এসব বিজ্ঞাপনের অগ্রিম পেমেন্ট পাওয়া যায়। ঢাকার বিভিন্ন স্পটে বিজ্ঞাপন বুথও স্থাপন করা যেতে পারে। জানি, একথা শুনে অনেকে নাক সিটকাবেন। কিন্তু আমি ডামি ডিজাইন করে দেখেছি, চমৎকারই লাগবে সামহোয়্যারকে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো মূল্যে সামহোয়্যারে আয় বাড়াতে হবে। এর জন্য যা যা করা দরকার, তাতে সহায়তা দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে রইলাম।
প্রথম প্রকাশ

0 Comments
Add Yours