আমেরিকা থেকে অস্ট্রেলিয়া - বিমানবন্দরে শরীর স্ক্যান করার ঘটনায় ক্ষুব্ধ অনেকেই। অনেকের জন্যই এ এক নিদারুণ বিড়ম্বনার নাম। আবার অন্যের নগ্ন ছবি দেখা কিংবা ফাঁকতালে একটু খোলামেলা ছবি উঠিয়ে নেওয়ার মতো উৎসাহী লোকেরও অভাব নেই। এই ধারায় অ্যাপল বিশাল এক 'সুবিধা' নিয়ে এসেছে তাদের আইফোনে। ন্যুড ইট নামের এক সফটওয়্যার ব্যবহার করে বিশেষ কিছু নিয়ম অনুসরণ করে যে কারো নগ্ন ছবি তোলা যাবে। কিছুদিন আগে তারা আইফোনভিত্তিক এই সফটওয়্যারকে প্রয়োজনীয় অনুমোদনও দিয়েছে। অ্যাপলের আইটিউন স্টোর থেকে সফটওয়্যারটি এখনই ডাউনলোডও করা যাচ্ছে। সফটওয়্যারটির কার্যধারা অনুযায়ী যেখান-সেখান থেকে যখন-তখন ছবি তুললে 'কাঙ্ক্ষিত জিনিস' পাওয়া যাবে না। সফটওয়্যারের প্রণেতারা বলছেন, নগ্ন ছবি পেতে হলে ছবি তুলতে হবে অবশ্যই সাড়ে ছয় ফুট দূরত্ব থেকে এবং যথারীতি আইফোন ব্যবহার করে। ছবি তোলার পর সফটওয়্যারই স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করে পোশাক বাদ দিয়ে দেবে। তবে এই পর্যায়ে এখনই আনন্দে আটখানা হওয়া ঠিক হবে না। পাপিষ্ঠ জালেম প্রোগ্রামাররা ছবি থেকে পোশাক বাদ দেওয়ার সহজ সুযোগ রাখলেও আণ্ডারওয়্যার অপসারণের কোনো অপশন রাখেনি।
যুবসমাজের আগ্রহ আর সুযোগ-সুবিধার দিকে কোনো বান্দারই আসলে নজর নেই, ধুত্তুরি!
সফটওয়্যারটির নমুনা দেখুন ইউটিউবে-
সফটওয়্যারটি সম্পর্কে বিশদ জানুন এইখানে
সি-নেটে এই সংক্রান্ত খবর পড়ুন এইখানে
সংবিধিবদ্ধ সতর্কীকরণ :
নগ্নতার সপক্ষে এটা প্রচারণাগোছের কিছু নয়, প্রযুক্তির গতিধারা বিশ্লেষণই মূল উদ্দেশ্য।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): nudeit, apple, apple iphone, iphone, iphone software, iphone application, iphone app, iphone nude it, nude it ;
প্রথম প্রকাশ
0 Comments
Add Yours