অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, আজ বে-দ্বীন পশ্চিমা বিশ্ব মুসলমানদের নানাভাবে নিয়ন্ত্রণ করতে চাইছে। এই যে এইচপি-ডেল-আসুস-তোশিবা ল্যাপটপ, এগুলো কার হাতে তৈরি আমরা সবাই জানি। সব জেনে-বুঝেও তাদের সামগ্রী আমাদের ব্যবহার করতে হচ্ছে। এমনকি জন্মনিয়ন্ত্রণ সামগ্রীও তৈরি হচ্ছে বে-দ্বীনদের হাতে। মুসলিম দেশ ইরান অবশ্য ইসলামি ল্যাপটপ তৈরির সাফল্য দেখিয়েছে সম্প্রতি। আগামীতে তাদের বিজ্ঞানীরা জন্মনিয়ন্ত্রণ সামগ্রী তৈরির ক্ষেত্রে সাফল্যের পরিচয় দেবে আশা করি।
যা হোক, একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে ব্লগে বে-শরিয়তি ইমোটিকনের যথেচ্ছ ব্যবহার দেখে আমি অত্যন্ত ক্ষুব্ধ। এগুলো ব্যবহারে নানাভাবে আমাদের ঈমান-আক্বিদা নষ্ট হওয়ার সম্মুখীন। তাই আমি সম্পূর্ণ শরিয়ত মোতাবেক এক সেট ইমোটিকন তৈরির উদ্যোগ নিয়েছি। এর প্রচার ও প্রসারে কর্তৃপক্ষের সহায়তা কামনা করছি।
ছুম্মা আমীন।
প্রথম প্রকাশ
0 Comments
Add Yours