গত রোববার সন্ধ্যায় একুশে বইমেলার নজরুল মঞ্চে 'অপরবাস্তব-৩ : সামহোয়্যারইন...ব্লগ গল্প সংকলন'-এর মোড়ক উন্মোচন করা হয়- এ খবর পুরনো। অনেকেই জানেন, অপরবাস্তব নিয়ে টেলিভিশন চ্যানেল এনটিভিতে একটি পর্ব প্রচারিত হয়েছে ওই দিনই। তবে হঠাৎ করে অনুষ্ঠানটি অন এয়ারে যাওয়ার অনেক ব্লগারই সেটি দেখার সুযোগ পাননি। আমাদের জানামতে, অনুষ্ঠানটি রেকর্ড করাও সম্ভব হয়নি কারো পক্ষে। এ অবস্থায় ব্লগার মুনশিয়ানা নিজের উদ্যোগে টিভি ফুটেজগুলো সংগ্রহ করে দিয়েছেন। শুধু তাই নয়, ইউটিউবে তিনি ভিডিওটি আপলোডও করে দিয়েছেন সানন্দে। তার প্রতি অশেষ কৃতজ্ঞতা।

অনুষ্ঠানে অপরবাস্তবের অফিসিয়াল মুখপাত্র হিসেবে সাক্ষাৎকার দিয়েছেন ব্লগার কৌশিক।
টিভি ফুটেজ দেখুন এখানে-



লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): banglablogবাংলা ব্লগbangladeshdhakabangla blogsomewherein...blogsomewhereinblogFusion5fusion fivebookoporbastoboporbastablocaltalk ;

প্রথম প্রকাশ

0 Comments

Add Yours