জিমেইল নিয়ে এক মহা সমস্যায় পড়েছি। এর আগেও এই সমস্যা একবার হয়েছিল। তখন অনেক গুরুত্বপূর্ণ মেইল মুছে দিয়ে জরুরিভিত্তিতে জায়গা খালি করেছিলাম। এই সময়ে আবার একই দশা। এমন নয় যে, আমি জিমেইলকে ফাইল স্টোরেজ হিসেবে ব্যবহার করি। সেটা করলে না হয় একটা কথা ছিল। সবই তো মেইল। এই মেইল একউন্টটাও গুরুত্বপূর্ণ। পেশাগত কারণে এই একাউন্টটি বহু মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম হয়ে আছে দীর্ঘদিন ধরেই। ফলে এর একটা মূল্য দাঁড়িয়ে গেছে। শ্লার, এক মধুর সমস্যায় পড়ে গেলাম!

প্রথম প্রকাশ

0 Comments

Add Yours