গোলাম আজম কোথায়? কোথাও তার নামগন্ধ নেই। কিভাবে কিভাবে যেন লোকটাকে আমরা সবাই বেমালুম ভুলে বসে আছি। কেউ কি তার কোনো খোঁজখবর জানেন? যুদ্ধাপরাধী হিসেবে নিজামী-মুজাহিদদের আগেই তার নাম আসার কথা। কিন্তু খবরের কাগজে নেই, টেলিভিশনে নেই, কোথাও নেই, এমনকি ব্লগেও তাকে নিয়ে আলোচনা দেখিনি ইদানিং। এই লোক কোথায় হারিয়ে গেল?

এই প্রশ্ন আমারও করার কথা ছিল না, যদি না আকিদুল ইসলাম নামের একজন লেখক সেটা মনে করিয়ে দিতেন। তিনি প্রশ্ন তুলেছেন, 'হঠাৎ কেন সকল আলোচনা থেকে উধাও হয়ে গেলেন গোলাম আযম? তিনি রাজনীতিতে এখন আর সক্রিয় নন, এ জন্যে? মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারীদের জন্যে তিনি এখন আর রাজনৈতিক হুমকি নন, এ জন্যে? এ জন্যেই কি তার সকল অপকর্ম ভুলে যেতে হবে?'

জানেন কেউ গোলাম আজমের খোঁজ?


প্রথম প্রকাশ

0 Comments

Add Yours